নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল ৩টায় শোভাযাত্রাটি শুরু হয়ে শান্তিনগর মোড় হয়ে আবার পল্টন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জাতীয় পতাকা, দলীয় পতাকা, বিভিন্ন রঙের বর্ণাঢ্য ব্যানার-ফেস্টুন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি নিয়ে হাজারও নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেয়। বিএনপির বিজয় র্যালি উপলক্ষে নয়া পল্টন, ফকিরা পুল, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগরসহ বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
ট্রাকে করে শোভাযাত্রার পুরো সময় স্লোগান দেন দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। এছাড়া বেশ কয়েকজন মধ্যম সারির নেতা-নেত্রী ট্রাকে করে শোভাযাত্রায় অংশ নিলেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা পায়ে হেঁটে শোভাযাত্রা করেন।
শোভাযাত্রায় বিএনপির মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শ্যামা ওবায়েদ, কামরুজ্জামান রতন, হাবিবুল ইসলাম হাবিব, শিরিন সুলতানা, আবুল কালাম আজাদ সিদ্দিকী, সেলিম রেজা হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, আবদুল আউয়াল খান, শামীমুর রহমান শামীম, হারুনুর রশীদ, শহিদুল ইসলাম বাবুল, মাশুকুর রহমান, আমিরুজ্জামান শিমুল, বজলুল করিম চৌধুরী আবেদ, রাজিব আহসান, আকরামুল হাসান, নিপুণ রায় চৌধুরী, মারুফ হোসেন, অঙ্গসংগঠনের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, কাজী আবুল বাশার, বজলুল বাসিত আনজু, সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদুর, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, আনোয়ার হোসেইন, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, রফিকুল ইসলাম মাহতাব, আবদুর রহিম, হাসান জাফির তুহিন, আবুল কালাম আজাদ, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পরযায়ের নেতাকর্মীরা ছিলেন।