শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

এখনো ১৪ জন চিকিৎসাধীন ইয়াঙ্গুনে দুর্ঘটনায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৩১৪ বার পঠিত

 

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ:মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৪ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি (০৬০) ফ্লাইটটি। ড্যাশ-৮ উড়োজাহাজটিতে ২৯ জন যাত্রী ও দুইজন পাইলট, দুইজন কেবিনক্রু ও দুইজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিল।

শাকিল মেরাজ বলেন, ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ায় ১৯ জন আহত হয়। এর মধ্যে ১৮ জনকে প্রথমে মিয়ানমারের ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়। ইতোমধ্যে চারজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

তবে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিমান কর্তৃপক্ষ নর্থ ওকালপা হাসপাতাল থেকে আহতদের বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়েছে, বিমানের পক্ষ থেকে সব কিছু তদারকি করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ বিমানের পক্ষ আহতের খরচ বহন করা হচ্ছে বলেও জানান শাকিল মেরাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com