ঠাকুরগাঁও জেলা
ঠাকুরগাঁও জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলার সকল জনগন সহ দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ। সোমবার সকালে এক শুভেচ্ছা বিবৃতিতে সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসুক। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব সব শ্রেণীর মানুষের মাঝে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক।
তিনি আরও বলেন, পবিত্র ঈদের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নিই।
তিনি বলেন- প্রিয় দেশবাসীর ভালোবাসায় সিক্ত
ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাব সহ দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সঙ্গে আমি সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মুবারক।।