নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, তেতলি ইউনিয়নের ঐতিহ্য ও খেলাধুলাকে এগিয়ে নিতে তিনি সবসময় পাশে থাকবেন। তিনি ঘোষণা দেন, দক্ষিণ সুরমায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণে তিনি উদ্যোগ নেবেন এবং দল ক্ষমতায় এলে বিষয়টি বাস্তবায়ন সহজ হবে।
শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নে স্থানীয় তরুণদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় এম এ মালিক বলেন,
“আমি তেতলি ইউনিয়নের সন্তান হিসেবে গর্ব করি। এ ইউনিয়নের তরুণরা প্রতিভাবান। খেলাধুলার মাধ্যমে তারা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে। এজন্য প্রশিক্ষণ ও অবকাঠামোগত সুবিধা জরুরি। আমি চেষ্টা করব জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের এনে স্থানীয় তরুণদের প্রশিক্ষণ দিতে।”
তিনি আরও বলেন,
“দল ক্ষমতায় এলে দক্ষিণ সুরমায় স্টেডিয়াম নির্মাণ করা হবে। এর জন্য সরকারি বা বেসরকারি জায়গা খোঁজা হবে। আমি চাই তেতলি ইউনিয়ন বাংলাদেশের সেরা ইউনিয়ন হিসেবে পরিচিত হোক।”
রাজনৈতিক প্রসঙ্গে এম এ মালিক অভিযোগ করেন, বর্তমান সরকার দেশকে বিদেশের কাছে বিকিয়ে দিয়েছে এবং ভোটাধিকার কেড়ে নিয়েছে। তিনি বলেন,
“বিএনপি বিশ্বাস করে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আগামীতে জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশকে সংকট থেকে বের করা হবে।”
অসুস্থ খালেদা জিয়ার জন্য দোয়া চান এম এ মালিক। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী ও দেশীয় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় স্থানীয় তরুণ, প্রবীণ ও খেলাধুলাপ্রেমীরা অংশ নেন।
সিলেট অঞ্চলের ক্রিকেটার ইমরান আলী এনাম জনাব যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালিকের কাছে আবেদন জানান তার যেহেতু সামর্থ্য আছে তাই তিনি যদি সিলেট সংসদীয় আসনে জয়ী হয়ে সংসদে যান তাহলে যে আমরা খেলাধুলা ও শরীর চর্চার জন্য এই ইউনিয়নে একটি মানসম্মত মাঠ যেন করে দেয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অলিউর রহমান, তেতলী ইউনিয়নের চেয়ারম্যান, কমলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আহমদ, ফখরুল ইসলাম ফখর, তেতলী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি কয়েস আহমেদ, বিএনপি নেতা শাপরান আহমেদ, সিলেট জেলা যুবদল নেতা মিনার হোসেন লিটন, আবু জাফর মাহিন, আব্দুল মতিন প্রমূখ।