হাফসা আক্তার :
আব্দুল্লাহপুর থানা রোড এলাকা হইতে ১০,৭৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাজী ক্যাম্পে অবস্থিত উত্তরা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম সুমন মোল্লা।
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় আজ ১৭ অক্টোবর ২০২৫ ইং তারিখ গোপন তথ্যের ভিত্তিতে থানা রোড, আব্দুল্লাহপুর, এলাকা হইতে মাদক ব্যবসায়ী মোঃ সুমন মোল্লাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪৫,০০,০০০.০০ পঁয়তাল্লিশ লাখ টাকা মূল্যের ১০,৭৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
সুমন মোল্লাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনা সদস্যরা জানান,
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।