নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর বারবার হামলার ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পঞ্চম এশিয়ান কনফারেন্স অব সোভিয়েত- রাশিয়ান গ্র্যাজুয়েট ‘ভিপুস্কনিকি’ শীর্ষক অনুষ্ঠানে শেষে মন্ত্রী বলেন, ‘অনেকদিন পর ডাকসু নির্বাচন হয়েছে। নেতৃত্বে এসেছে নুরুল হক নুর। ডাকসুকে ধরে রাখতে হবে। ভবিষ্যত রাজনীতিক এখান থেকে উঠে আসে। আমরা যেভাবে উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না। ডাকসু প্রতিনিধিরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খল রাজনীতি করতে পারে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে না। যখন প্রয়োজন হয় প্রক্টর কিংবা ভিসি বলেন, তখনই তারা প্রবেশ করে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনই কার্যকর ভূমিকা পালন করে। প্রশ্ন জাগে, নুরের ওপর কেন বারবার হামলা হচ্ছে? ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’