বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই ;মোস্তাফিজুর রহমান সেগুন

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৮ বার পঠিত

উত্তরা সংবাদ দাতা : ডেঙ্গু মহামারির হাত থেকে বাঁচতে জনসচেতনতার বিকল্প নেই।সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে মানুষকে বাঁচাতে। উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কালে এ সব কথা বলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান সেগুন ।এ সময় তিনি আরো বলেন, সম্প্রতি দেশব্যাপি মরণঘাতী ভাইরাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। এ ভাবে আর কাউকে যেন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারাতে না হয় সেই লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির উত্তরা পশ্চিম থানার উদ্যোগে জমজম টাওয়ারের পাশ থেকে আমরা বিএনপির নেতৃবৃন্দ ডেঙ্গু সচেতনতা মূলক লিফলেট বিতরণ করছি।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান সেগুন সাবেক যুগ্ম- আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোস্তফা জামান সাবেক যুগ্ম- আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বিয়েষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, আলাউদ্দিন সরকার টিপু সাবেক সদস্য ঢাকা মহানগর উত্তর ও ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী সাবেক সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আফাজ উদ্দিন আফাজ সাবেক সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন হেলাল তালুকদার সিনিয়র যুগ্ন আহবায়ক দক্ষিণ খান থানা বিএনপি,দেলোয়ার হোসেন সিনিয়র যুগ্ন আহবায়ক বিমানবন্দর থানা বিএনপি, মনির হোসেন সিনিয়র যুগ্ন আহবায়ক পূর্ব থানা বিএনপি,জহিরুল ইসলাম দ্বিতীয় যুগ্ন আহবায়ক তুরাগ থানা বিএনপি, আব্দুস সালাম পশ্চিম থানা বিএনপি, আমিরুল ইসলাম বাবলু যুগ্ন আহবায়ক দক্ষিণ দক্ষিন খান বিএনপি, সোলাইমান হাসান ২য় যুগ্ন উত্তরা পশ্চিম থানা বিএনপি,মোহাম্মদ আলী যুগ্ন আহবায়ক উত্তরা পশ্চিম থানা বিএনপি,বকুল হোসেন যুগ্ন আহবায়ক উত্তরখান থানা বিএনপি, আওলাদ হোসেন যুগ্ন আহবায়ক উত্তরা পশ্চিম থানা বিএনপি,মহিউদ্দিন সোহাগ রাজা যুগ্ন আহবায়ক তুরাগ থানা বিএনপি,মজিবর রহমান যুগ্ন আহবায়ক উত্তরখান থানা
বিএনপি সহ উত্তরা পশ্চিম তুরাগ দক্ষিণ খান বিমানবন্দর উত্তরখান থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গতকাল ৩১শে অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় উত্তরা ১৩ নং সেক্টর জমজম টাওয়ারের সামনে থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে উত্তরা ১১নং সেক্টর ও ১৩ নং সেক্টরের বিভিন্ন সড়কের পাশে দোকানে দোকানে ও বাসাবাড়িতে লিফলেট বিতরন করা হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তা মোস্তফা জামান বলেন,করোনা মহামারী ও প্রাকৃতিক দূর্যোগ বন্যার সময় তারা বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। নগদ টাকা সহ বিভিন্ন অনুদান নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছি। ডেঙ্গুর পাদুর্ভাব বেড়ে যাওয়ায় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা মাস ব্যাপি জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছি।তিনি উপস্থিত নেতা কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখবো যত্রতত্র ময়লা ফেলবোনা, পানি জমাকৃত পাত্র ঢেকে রাখবো যাতে করে ডেঙ্গুবাহীত এডিস মশার জন্ম না হয়,কেবল মাত্র সচেতনতাই পারে আমাদেরকে ডেঙ্গুর মহামারীর হাত থেকে বাঁচাতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com