যশোর প্রতিনিধি: যশোরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন এসপি মোহাম্মদ আশরাফ হোসেন। মতবিনিময় সভায় তিনি পাঁচটি মিশন ঘোষণা করেছেন। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সভায় এ ঘোষণা দেন তিনি।
এসপি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, যশোর জেলাকে মাদকমুক্ত করা হবে। প্রতিটি থানাকে সত্যিকারের অর্থে সেবাকেন্দ্রে প্রতিষ্ঠিত করা হবে। যশোরকে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত করা হবে। মামলার মানসম্মত তদন্ত নিশ্চিত করা হবে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে জোরদার করে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এ সময় তিনি মিশন বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, দৈনিক প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, দৈনিক সত্যপাঠ সম্পাদক হারুন অর রশিদ, এমএ মান্নান মিয়া, তৌহিদ জামান, রিমন খান, তহীদ মনি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি (অপরাধ) শিকদার সালাউদ্দিন, অ্যাডিশনাল এসপি (ডিএসবি) তৌহিদুল ইসলাম, অ্যাডিশনাল এসপি গোলাম রব্বানী, জামাল আল নাসের, এএসপি জুয়েল ইমরান, কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান প্রমুখ।