সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

চসিকের নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন পাঁচজন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৫৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ পাঁচজন।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আ জ ম নাছির। দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এর আগে রোববার ও সোমবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খুরশিদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রোববার দলীয় মনোনয় ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ।

মনোনয়ন পাওয়ার বিষয়ে কতটুকু আশাবাদী, জানতে চাইলে আ জ ম নাসির বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করবেন, তাই চূড়ান্ত। আমাদের প্রিয় নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল আগামী ১৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর।

জানা গেছে, মার্চের শেষদিকে ভোট হতে পারে চট্টগ্রাম সিটি করপোরেশনে। ইসির অধিকাংশ কর্মকর্তা মনে করছেন, ২৯ বা ৩০ মার্চ চট্টগ্রামে ভোটের উপযুক্ত সময়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com