জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হয়ে ঢাকা-১০ আসন সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। নির্বাচনে শেখ ফজলে নূর তাপসে মেয়র পদে বিজয়ী হন।
গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মহিউদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম নেন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেয়া ঢাকা-১০ সংসদীয় আসনে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
মহিউদ্দিন ছাড়াও ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেন ভাসানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াদ আলী ফকির। এ নিয়ে ওই আসনে মনোনয়ন ফরম নিলেন দুই জন।
দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। মনোনয়ন বোর্ডের সভায় ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী কে হবেন সেটি চুড়ান্ত হবে।