ঢাকা: আগামীকাল বুধবার থেকে শুরু হওয়া ৮ম জাতীয় পণ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ কথা জানান।
রাজধানীর পান্থপথে এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, গত ৭টি এসএমই পণ্য মেলায় ১৬ কোটি ৯৩ লাখ টাকার পণ্য বিক্রি এবং ৩০ কোটি ১২ লাখ টাকার ক্রয় আদেশ পেয়েছেন উদ্যোক্তারা। এ সময় শিল্প সচিব আবদুল হালিম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
নূরুল মজিদ বলেন, ২০১৮-১৯ অর্থবছরে ২৩ জেলার আঞ্চলিক মেলায় প্রায় ৯ কোটি টাকার পণ্য বিক্রয় এবং প্রায় সাড়ে ৬ কোটি টাকার পণ্যের ক্রয় আদেশ পাওয়া যায়। অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রী এসএমই খাতের ২ জন নারী এবং ৩ জন পুরুষ উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২০’ প্রদান করবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য নেই।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের প্রচার ও বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, এ খাতের উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং পণ্য উৎপাদন ও সেবায় বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে এই মেলা আয়োজন করা হয়েছে।
মেলায় সারা দেশ থেকে ২৯৬ জন উদ্যোক্তা ৩০৯টি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবেন। উদ্যোক্তাদের মধ্যে ১৯৫ জন নারী এবং ১০১ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন।
মেলায় দেশীয় পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, আইটি, প্লাস্টিক ও সিনথেটিক পণ্যসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য প্রদর্শিত ও বিক্রয় হবে। ৫ মার্চ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিবিদ এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের নিয়ে এসএমই খাতবিষয়ক গোলটেবিল হবে।