অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: মাদ্রিদে বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে শহরের প্রাণকেন্দ্রে বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের মেহমান খানা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রায় ২০০ বাংলাদেশির অংশগ্রহণে ইফতারকালীন রেস্টুরেন্টটি মিলনমেলায় পরিণত হয়। অতিথিদের মাঝে পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতার।
ইফতারির পূর্ববর্তী আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু। সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ানের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন।
এ ছাড়া বক্তব্য দেন ব্যবসায়ী মনোয়ার হোসেন মনু, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কবি মিনহাজুল আলম মামুন, ব্যবসায়ী মোজাম্মেল হোসেন মনু, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি হেমায়েত খান, বৃহত্তর রংপুরের জাকিরুল ইসলাম জাকি, ব্যবসায়ী আবু বক্কর, সুরুজ্জামান সুরুজ, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির উপদেষ্টা শেখ মো. ইসলাম, মো. সেন্টু খান জাফর, সুমন নূর, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইনসাফ সুমন ভূঁইয়া।
সহ-সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রিপন, ফখরুল হাসান, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সহ-সভাপতি মো. শাহীন, মো. আবু তাহের শেখ, তুহিন আহমদ কায়ূম, মো. স্বপন হোসেন, ব্যবসায়ী মো. রবিন, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক রানা জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।
উপস্থিত ছিলেন মো. ওয়াহিদুজ্জামান, পনির হাওলাদার, মাঈন উদ্দিন, আল মামুন ডালিম, সানুর মিয়া সাদ, আসাদ আলী, রবিউল ইসলাম, মো. বাবু, মো. রনক, এমদাদুর আমজাদ খান, গোলাম আহমদসহ কমিউনিটির অন্যান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে বিশ্ব শান্তি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ জহির আহমদ। দোয়া শেষে মাগরিবের আজান পরিবেশনার পর অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।