রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: মির্জা ফখরুল ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভূতপূর্ব প্রত্যাবর্তন: নতুন দিগন্তে সাফল্যের জয়যাত্রা এনবিআর অধ্যাদেশ সংশোধনে সুপারিশ করা হবে : জ্বালানি উপদেষ্টা ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা, অপরাধ দমনে আরও কঠোর সরকার উত্তরায় সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলো চাঁদাবাজ মিলন মিটফোর্ডে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিমান কখনোই সেফটি ও সিকিউরিটির সঙ্গে আপস করে না তুরাগে এসএম জাহাঙ্গীরের লিফলেট বিতরণ

পাটকল আধুনিকায়ন করে পাট শিল্পকে রক্ষার দাবি

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ২৬৮ বার পঠিত

 

ঢাকা: রাষ্ট্রায়ত্ব পাটকল পিপিপি বা ব্যক্তি মালিকানায় দেয়ার চক্রান্ত বন্ধ করে পাটকল আধুনিকায়ন করে পাট শিল্প রক্ষার করার দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের বদলি শ্রমিকবৃন্দ।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানান তারা। পাশাপাশি নিয়মিত কাজের ব্যবস্থা করা, ২০০৪ সালে সেটআপ অনুযায়ী শূণ্য পদে বদলি শ্রমিকদের নিয়োগ দেয়া, সকল প্রকার বকেয়া পরিশোধ করার আহ্বান জানান তারা।

খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকল বদলি শ্রমিক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সুমন শেখের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক ও স্কপের যুগ্ম সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, খুলনা জেলা সভাপতি জনার্দন দত্ত নান্টু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার আজ রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহকে পিপিপি বা ব্যক্তিমালিকানায় দেয়ার প্রক্রিয়া করছে, তাই মিলের উৎপাদন কমিয়ে দিচ্ছে। ফলে পাটকলের বদলি শ্রমিকরা কাজ পাচ্ছে না, অথচ প্রত্যেকটি পাটকলে অনেক পদ খালি আছে। সেসব পদে কোন নতুন নিয়োগ দেয়া হচ্ছে না। পাশাপাশি পাটকল লাভজনক করার জন্য স্কপ ও শ্রমিকদের পক্ষ থেকে প্রস্তাবনা দেয়ার পরও সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি। বিজেএমসি ও মিল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, দুর্নীতি বন্ধেও সরকারের কোন উদ্যোগ নেই।

রাষ্ট্রায়ত্ব পাটকলের বদলি শ্রমিকদের দাবির ব্যাপারে অবিলম্বে সরকার ও বিজেএমসি কোন উদ্যোগ না নিলে প্রত্যেক মিলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দিতে শ্রমিকরা বাধ্য হবে বলে জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com