ঢাকা: উরুগুয়ে এবং লন্ডনে ১১ দিনের সফর শেষে আজ দেশে ফিরবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ শনিবার বিকাল ৪টা ৪০মিনিটে রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। রাষ্ট্রপতির উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এই তথ্য জানিয়েছেন।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী বলেন, রাষ্ট্রপতি শুক্রবার কাতার এয়ারওয়েজের (কিউআর ২) একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাবেন।
আবদুল হামিদ ২৬ ফেব্রুয়ারি উরুগুয়ের উদ্দেশে রওনা দেয়। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন। খবর বাসস।