ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো একটি স্মারক পোস্ট কার্ড পেয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত একটি শুভেচ্ছা পত্র এবং ‘মুজিব ১০০ বছর’ লোগোসহ পোস্ট কার্ডটি হস্তান্তর করেছেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপ্রধান জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রথম ‘শুভেচ্ছা পত্র’ পেলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেছেন, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চার কোটি ব্যক্তি সারাদেশে এই কার্ড পাবেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন। বাসস