ক্রীড়া প্রতিবেদক : করোনার প্রাদুর্ভাবে থমকে আছে গোটা পৃথিবী। বন্ধ খেলার মাঠ। ঢাকা লিগ স্থগিত হওয়ায় ক্রিকেটারের আয় বন্ধ।
আর্থিক সংকট কাটাতে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের এককালিন অনুদান দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছেলেদের ৩০ হাজার টাকা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এবার বিসিবি পাশে দাঁড়িয়েছে নারী ক্রিকেটারদের। ২০১৮-১৯ মৌসুমে নারীদের জাতীয় লিগ খেলা এবং ২০১৯-২০ মৌসুমে জাতীয় দলের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের এককালিন ২০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘ছেলেদের মতো আমাদের মেয়েদেরও আয়ের প্রধানতম উৎস ঘরোয়া আয়োজন।পাশাপাশি মেয়েদের ট্রেণিং ক্যাম্পও আছে যেটা করোনার কারণে বন্ধ। ক্রিকেটাররা বাধ্য হয়ে এখন তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। এ সময়ে তাদের সাহায্যের প্রয়োজন।’