আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় আরও দুইশ ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মাধ্যমে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা দুই হাজার ৬৯ জনে দাঁড়িয়েছে। আর মারা গেছেন ৫৩ জন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত মাসে দিল্লিতে ধর্মীয় একটি অনুষ্ঠানে যোগ দেওয়াদের মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়েছে। যদিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এ সংখ্যা আরও বাড়তে আশঙ্কা করে কেজরিওয়াল বলেছেন, ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের শনাক্ত করে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে শুক্রবার (০৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেবেন ভারতেরর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতিতে এর আগে দুইবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন তিনি।