নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির ঢাকাস্থ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল। আজ শুক্রবার এক ভিডিও বার্তায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এই আশ্বাসের কথা জানান।
বার্তায় জাভেদ প্যাটেল বলেন, ‘এই কঠিন সময়ে ব্রিটিশ হাইকমিশন এখনো বাংলাদেশে কাজ করছে। আমরা বাংলাদেশে সাহায্য অব্যাহত রাখব।’
ভিডিও বার্তায় ডেপুটি হাইকমিশনার বলেন, ‘গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ সরকার কঠোর কোয়ারেন্টাইন নীতি গ্রহণ করেছে। আমরা একটি কঠিন সময় পার করছি। আমাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। সে কারণে একতাবদ্ধ হয়ে আমাদের সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। আমি প্রার্থনা করি, এই কঠিন সময়ের অবসান হোক।’
বাংলাদেশে গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের সংবাদ আসে। আজ শুক্রবার পর্যন্ত দেশে মোট ৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর মারা গেছেন ছয়জন। সংক্রমণমুক্ত হয়েছেন ২৬ জন।