নিউজ ডেস্ক: বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টয় বিটিভি ও বাংলাদেশ বেতার থেকে একযোগে প্রধানমন্ত্রীর ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে গত গত ২৫ মার্চ করোনাভাইরাসের প্রদুর্ভাব নিয়ে জাতিকে দিক নির্দেশনা দিয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এছাড়া ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষেও ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী।