বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বিশ্বে করোনায় মৃত্যু ১ লাখ ৭০ হাজার ছাড়ালো

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ১৯১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : চীনে উৎপত্তি হওয়া করোনাভাইরাসের দাপট চলছে বিশ্বজুড়ে। এখন পর্যন্ত তার থামার কোনো লক্ষণ নেই। আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কোভিড-১৯ রোগে মারা যাওয়ার সংখ্যা মঙ্গলবার ১ লাখ ৭০ হাজার ছাড়ালো।

২১০টি দেশ ও অঞ্চলে থাবা বসানো করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছুঁই ছুঁই। সেরে উঠেছে প্রায় সাড়ে ৬ লাখ মানুষ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৪৩৬ এবং আক্রান্ত ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জন।

গত কয়েক সপ্তাহের মতো আক্রান্ত ও ‍মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্র শীর্ষেই আছে। ৭ লাখ ৯২ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। প্রাণহানির সংখ্যা সাড়ে ৪২ হাজার।

২০ হাজারের বেশি মৃত্যু নিয়ে এরপর আছে ইতালি, স্পেন ও ফ্রান্স। ইউরোপের এই তিন দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১০ জন, মৃত্যু ২০ হাজার ৮৫২। ইতালিতে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১ লাখ ৮১ হাজারের বেশি। ফ্রান্সেও মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়ালো, আক্রান্ত দেড় লাখের ওপর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com