ডেক্স: মহামারী কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দানে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছেন পুলিশ সদস্যরা। তাই তারাও কোভিড ১৯-এ আক্রান্ত হচ্ছেন। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ১১৩ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে সারা দেশে রবিবার পর্যন্ত সর্বশেষ তথ্যানুযায়ী, ৮৫৪ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৭৪১ জন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই সূত্র জানায়, রোববার পর্যন্ত দেশে ৮৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত মারা গেছেন ৫ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি।
এদিকে করোনায় চার পুলিশ সদস্য মারা গেছেন। সর্বশেষ শনিবার সুলতানুল আরেফিন (৪৪) নামে পুলিশের এক সাব-ইন্সপেক্টর মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে।
এর আগে দুদিনে তিন পুলিশ সদস্য মারা যান।