বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ডোবা থেকে ফাতেমা খাতুন (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ি গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার গলায় রশি দিয়ে ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে।
নিহত ফাতেমা খাতুন দুপচাঁচিয়া উপজেলার সাদাপুর গ্রামের রাজমিস্ত্রি আল আমিনের স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানায়, আল আমিনের সঙ্গে প্রায় দু’বছর আগে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার কৈগাড়ি গ্রামের রমজান আলীর মেয়ে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর রমজান শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
তাদের সংসারে ১০ মাস বয়সী এক ছেলে রয়েছে। মঙ্গলবার রাতে দাম্পত্য কলহে আল আমিন তার স্ত্রী ফাতেমা খাতুনকে মারধর করেন। বুধবার সকালে বাড়ির কাছে একটি ডোবায় ফাতেমার লাশ দেখতে পাওয়া যায়।
নিহতের গলায় রশি দিয়ে ফাঁস দেয়ার চিহ্ন থাকায় স্বামী আল আমিনকে আটক করে পুলিশ। পরে ফাতেমার মা থানায় জামাই আল আমিনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জামাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।