শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

রফিকুল ইসলামের মৃত্যুতে মন্ত্রী ও সচিবের শোক

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ১৮২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ সিভিল সার্ভিস (লাইভস্টক) ক্যাডারের ১৯তম ব্যাচের কর্মকর্তা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহিষ উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

সোমবার (১১ মে) মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘মো. রফিকুল ইসলাম ছিলেন দক্ষ ও মেধাবী কর্মকর্তা। কর্মক্ষেত্রে তার অবদান তাকে স্মরণীয় করে রাখবে।’

ডা. মো. রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।

শোক বার্তায় তিনি বলেন, ‘মো. রফিকুল ইসলাম ছিলেন কর্তব্যনিষ্ঠ ও মেধাবী কর্মকর্তা। তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সব সদস্য গভীরভাবে শোকাহত।’

তিনি প্রয়াত এ কর্মকর্তার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

১০ মে রাত আনুমানিক ১০টায় ঢাকার একটি হাসপাতালে মো. রফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com