আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের টিকা বাজারে আনতে ‘একটানা গতি’ কর্মসূচির বিস্তারিত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বল্প সময়ের মধ্যে টিকা বাজারে নিয়ে আসতে গেলেও ১৮ মাসের বেশি প্রয়োজন।
গতকাল শুক্রবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে সাংবাদিকদের ট্রাম্প জানান, শরতেই স্কুলগুলো খুলে দেওয়া হবে এবং ‘টিকা আসুক বা না আসুক আমরা ফিরছি।’
‘অপারেশন ওয়ারপ স্পিড’ এর উদ্বোধনকালে ট্রাম্প বলেন, ‘এর মানে হচ্ছে বড় এবং এর অর্থ হচ্ছে দ্রুত। ম্যানহাটন প্রজেক্ট ছাড়া আর কখনোই এতো বড় বৈজ্ঞানিক, শিল্প ও লজিস্টিক প্রয়াস আমাদের দেশ দেখেনি।’
তিনি বলেন, ‘এর উদ্দেশ্য হচ্ছে যত দ্রুত সম্ভব করোনাভাইরাসের পরীক্ষিত টিকার উন্নয়ন, উৎপাদন ও বিতরণ শেষ করা। আবার অগ্রাধিকার ভিত্তিতে চলতি বছরের শেষ নাগাদ এটি দেখতে পাওয়াটা আমরা পছন্দ করব।’
এ সময় ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন ন্যাশনাল ইনিস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক অ্যান্থনি ফাউসি। ট্রাম্পের এই টিকার ভাষণের সময় ফাউসি মাথা নিচু করে নিজের টাই ঠিক করছিলেন।
এর আগে মঙ্গলবার কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে ফাউসি বলেছেন, করোনার ‘টিকা যে কার্যকর হবে তার কোনো নিশ্চিয়তা নেই।’
বৃহস্পতিবার আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন,‘একটি টিকা তৈরি করতে ১০ বছর পর্যন্ত সময় লাগে। তবে সব কিছু ঠিক থাকলে করোনার টিকা ১২ থেকে ১৮ মাসের মধ্যে চলে আসবে বলে অনেক আশাবাদী কথা ভেসে বেড়াচ্ছে। আমরা কখনোই সবকিছু ঠিক থাকতে দেখিনি।