জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনা সংকটের মধ্যে ঘূর্ণিঝড় আস্ফান মোকাবিলায় সরকার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৯ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের মধ্যে আরেক ঘূর্ণিঝড় মোকাবিলা করতে হবে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে। সেই সক্ষমতা আমাদের রয়েছে। তাছাড়া আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি।
‘যতই ঝড়-ঝাণ্ডা আসুক, বাধা আসুক কাটিয়ে উঠতে পারবো। এ দুর্যোগ কাটিয়ে উঠে অগ্রযাত্রা অব্যাহত রখতে পারবো’, বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সমস্যা চিরদিন থাকে না। এক সময় নিশ্চয়ই এটা কাটিয়ে উঠতে পারবো। সবকিছু আমাদের সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। এটাই মাথায় রাখতে হবে- দুর্যোগ আসতে পারে, কিন্তু সেটাকে মোকাবিলা করে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখব।