সারা দেশের অধস্তন আদালতের ভার্চুয়াল শুনানিতে ৪০৪২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৬৫১৬ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৪০৪২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। গতকাল সোমবার সারা দেশের অধস্তন আদালতের ভার্চুয়াল শুনানিতে ৫৭৩০ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৩৬৩৩ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
এর আগে, রোববার সারাদেশের ভার্চুয়াল আদালত তিন হাজার ৪৪৭ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। এছাড়া, গত ১২, ১৩ ও ১৪ই মে ভার্চুয়াল শুনানি নিয়ে মোট দুই হাজার ৯৭৮ আসামির জামিন দেন। এরমধ্যে ১৪ই মে এক হাজার ৮২১ জন, ১৩ মে এক হাজার ১৩ জন ও ১২ মে ১৪৪ আসামিকে জামিন দেন ভার্চুয়াল আদালত।
গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।।