নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান (৮০) এবং তার স্ত্রী মমতাজ বেগম (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (২৭ মে) রাতে খালেদা জিয়ার আরেক আইনজীবী এবং দলটির সহকারী আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য জানিয়েছেন।
জয়নুল আবেদীন মেজবাহ বলেন, গত ২০ মে তাদের দুজনের নমুনা পরীক্ষার রেজাল্ট করোনা পজিটিভ আসে। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু স্যারের শ্বাসকষ্ট শুরু হওয়ায় গতকাল তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।
উল্লেখ্য, ১৯৬৪ সালে ঢাকার নিম্ন আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন আব্দুর রেজ্জাক খান। ১৯৬৭ সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।