অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর মহাব্যবস্থাপক (জিএম) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (৩০ মে) ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিডিবিএল জানায়, এমারত হোসেন নামের এক জ্যেষ্ঠ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বিডিবিএল এর লোন ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন।
দুই দিন আগে তিনি কুর্মিটোলা হাসপাতালে করোনা পরীক্ষা করিয়ছিলেন। তার টেস্ট রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে জানা গেছে। এখন তিনি নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।
এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৭ জন ব্যাংকার মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা মারা যান। এখন পর্যন্ত প্রায় ৬০ জন ব্যাংকার প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রামিত হয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বেশ কয়েকটি ব্যাংকের পরিচালকও। এর মধ্যে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ রয়েছেন। তিনি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক। এছাড়া করোনায় আক্রান্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেও (এমটিবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দেশের অন্যতম শিল্পপতি এস আলম গ্রুপ ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদ আলম।