নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাজনিত কারণে কৃষি মন্ত্রণালয় ও এর আওতাধীন সব/দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই বুধবার (২২ জুলাই) কৃষি মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. কামরুল ইসলাম এতথ্য জানান।
এর আগে ২০ জুলাই (সোমবার) কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলমান বন্যায় প্রায় ৩৪৯ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে।