ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেছিল আইসিসি। তিন সপ্তাহ আগে অনুষ্টিত সে সভা শেষে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন বছরে টানা তিন বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল আইসিসি।
তারমধ্যে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু হিসেবে ভারত ছিল সুনিশ্চিত। তবে ২০২১ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিশ্চিত করেনি আইসিসি। অবশেষে আজ (৭ আগস্ট) এক বৈঠক শেষে সে বিষয়ও নিশ্চিত করলো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
যেখানে জানানো হয়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্বের সূচি অনুযায়ী ভারতেই হবে। ২০২২ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরটি বসবে ট্রান্স-তাসমান প্রদেশে অস্ট্রেলিয়াতে। অর্থাৎ, চলতি বছর স্থগিত হওয়া কুড়ি ওভার ফরম্যাটের বিশ্বকাপটি চলে যাচ্ছে ২০২২ সালে।
এদিকে সামনের বছরের মার্চে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপের আসরও স্থগিত করা হয়েছে। নিউজিল্যান্ডে হতে যাওয়া সেই বিশ্বকাপের সূচি এক বছর পিছিয়ে ২০২১ সালের ৬ ফেব্রুয়ারিতে আয়োজন করা হবে বলে জানিয়েছে আইসিসি। যার পর্দা নামবে ৭ মার্চ ২০২১ সালে।