অর্থনৈতিক ডেস্ক: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটিতে (এইউবি) ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, স্বাধীন সার্বভৌম সোনার বাংলার। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন স্বপ্নের সোনার বাংলা গঠনে। কিন্তু হায়নার হাত থেকে তিনি বাঁচতে পারেননি।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, জাতির জনকের জীবনী সম্পর্কে জানতে হবে এবং বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে।
বক্তব্যে তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সৎ যোগ্য ও মেধাবী মানবসম্পদ তৈরি করছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফারুক আহমেদ। সূচনা বক্তব্যে বঙ্গবন্ধু’র জীবনীর ওপর আলোকপাত করেন এইউবি’র ইংরেজি বিভাগের প্রধান কে এম মনিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আনিছুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরকার রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শামছুজ্জামান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. জাফর সাদেক।