বিনোদন ডেস্ক: ভারতের বরেণ্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের বাড়িতে এবার হানা দিয়েছে করোনাভাইরাস। গতকাল (২৯ আগস্ট) বৃহনমুম্বাই পৌরসভা তার এ বাড়িটি সিল করে দিয়েছেন। ডিএনএইন্ডিয়া ডটকম এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, দক্ষিণ মুম্বাইয়ের চম্বালা হিলস এলাকায় পেডার রোডে অবস্থিত প্রভুকুঞ্জ নামে বহুতল ভবনটি। এতে থাকেন লতা মঙ্গেশকর। এই ভবনের পাঁচজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে লতা মঙ্গেশকর ও তার পরিবারের সদস্যরা সুস্থ আছেন।
লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে—প্রভুকুঞ্জ সিল করা হয়েছে কি না, তা জানতে আমাদের কাছে অসংখ্য ফোন কল এসেছে। আমাদের এই ভবনে অনেক প্রবীণ মানুষের বসবাস। সবার নিরাপত্তার জন্য বিল্ডিং সোসাইটি ও পৌরসভা কর্তৃপক্ষ ভবনটি সিল করে দিয়েছেন।
সবার প্রতি আহ্বান জানিয়ে এ বিবৃতিতে আরো বলা হয়েছে—আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো অপপ্রচারে গুরুত্ব দেবেন না। কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা থেকেও বিরত থাকুন।