ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি ক্যারিয়ার শুরু করেছিলেন দেশের বাইরে। চাইলে শেষটা করতে পারেন নিজ দেশে আর্জেন্টিনায়। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ মেসিকে এমন বার্তা পাঠিয়ে দেশে ফেরার আহ্বান করেছেন।
শৈশবে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি দিয়েছিলেন মেসি। ফুটবলের প্রতি প্রবল আগ্রহ থাকায় মেসি যোগ দেন বার্সেলোনায়। ক্যাম্প ন্যুয়ের ঘাস মাড়িয়ে বড় হয়েছেন। যুব দলের একেকটি স্তর পেরিয়ে মেসি সিনিয়র দলে প্রবেশ করেন খুব সহজেই। ধুমকেতু হয়ে এসে মেসি বার্সেলোনার সিনিয়র দলে ধ্রুবতারার জায়গা দখল করেন। বলা হয়, মেসি ও বার্সেলোনা একই সুঁতোয় গাঁথা। এ ক্লাবকে ঘিরেই তার সকল সাফল্য, সকল সাম্রাজ্য।
তবে দীর্ঘ ক্যারিয়ারের পর ক্যাম্প ন্যু ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সি মেসি। ইউরোপের একাধিক ক্লাব তাকে পাওয়ার আগ্রহ প্রকাশ করলেও মেসিকে আর্জেন্টিনা দেখতে চান আলবার্তো ফার্নান্দেজ। আর্জেন্টিনার প্রেসিডেন্টের ইচ্ছে, ছোটবেলার নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাবে মেসি ক্যারিয়ার শেষ করবে। এজন্য সিফাইভ এনের মাধ্যমে মেসিকে বার্তা পাঠিয়েছেন তিনি।
সেই বার্তায় লিখেছেন, ‘তুমি আমাদের হৃদয় আছো সব সময়। তবে তোমাকে আমরা দেশের মাটিতে খেলতে দেখিনি। শৈশবের নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাবে ফিরে আমাদের সেই সুযোগটি করে দেওয়ার আহ্বান করছি।’
বিশ্বকাপজয়ী ম্যারাডোনার প্রশংসা করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি ম্যারাডোনার মতো কোনো খেলোয়াড় দেখিনি। সারা বিশ্বের বিরুদ্ধে সে খেলত। তাকে আমি হৃদয় থেকে ভালোবাসি। সত্যি বলতে মেসির থেকেও বেশি ভালোবাসি। যখনই আর্জেন্টিনার ফুটবল প্রসঙ্গ আসে সবার আগে ম্যারাডোনার কথাই মনে পড়ে। একজন সত্যিকারের যোদ্ধা ছিলেন তিনি। অসাধারণ তার সামর্থ্য।’