ক্রীড়া ডেস্ক: তিন দলের বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি প্রেসিডেন্ট কাপ শেষ। বিসিবি এবার আয়োজন করছে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৯ অক্টোবর। টুর্নামেন্ট খেলতে ১০ নভেম্বরের মধ্যে তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সব ঠিক থাকলে ১৫ নভেম্বর শুরু হতে পারে বিসিবি আয়োজিত পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর এই আসরটিই হতে যাচ্ছে সাকিবের ফেরার টুর্নামেন্ট।
নিষেধাজ্ঞার সময়ে খুব বেশি মাঠের ক্রিকেট মিস করতে হয়নি সাকিবকে। কারণ করোনাভাইরাসের কারণে মাঝে দীর্ঘ সময় ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। মার্চের পর ঘরোয়া ক্রিকেট ফেরার কার্যক্রম শুরু হলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি বাংলাদেশ।