নিউজ ডেস্ক: থাইল্যান্ড ও আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আলজেরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাইকে থাইল্যান্ডে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে লন্ডনে বাংলাদেশ মিশনের উপ-প্রধান মোহাম্মাদ জুলকার নাইনকে।
১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল হাই এর আগে বাহরাইন, রাশিয়া, থাইল্যান্ড ও দুবাইতে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্রুনাইতে তিনি রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
১৭ ব্যাচের কর্মকর্তা মোহাম্মাদ জুলকার নাইন ওয়াশিংটন ডিসি, সিউল ও বার্মিংহামে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। মনাশ বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমেসি ও ট্রেড বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।