রাজধানীর ওয়ারী থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কীভাবে ছিনতাই করা হয় তার বর্ণনা দিয়েছে তারা।
গ্রেফতারকৃতরা হলেন- মো. নাসির মোল্লা ওরফে রতন (২১), মো. সুজন(১৯), মো. সোনা মিয়া (৩২) ও অমিত রবি দাশ (২০)।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান জানান, কিশোর অপরাধীদের প্রধান টার্গেট থাকতো পথচারীরা। বিভিন্ন স্থানে পথচারীকে আকস্মিকভাবে ঘিরে ধরতো তারা। আশপাশের মানুষ কোনো কিছু বোঝার আগেই অস্ত্রের ভয় দিখিয়ে জোরপূর্বক অর্থসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালাতো কিশোর গ্যাংসের সদস্যরা।
তিনি আরো জানান, গোপন খবরের ভিত্তিতে ওয়ারী থানার অফিসার সিনেমা হল ও বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ স্থানীয় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তারা স্থানীয়ভাবে মোল্লা গ্রুপ ও সোনা গ্রুপের সদস্য হিসেবে পরিচিত। এসময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি, একটি ছুরি, চারটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।