পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুর সমর্থকদের সাথে নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন পিকুর সমর্থকদের সাথে সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন গুরুতর জখম হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে মহিউদ্দিন লাভলুর সমর্থক রফিক মেম্বার তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র -শস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে গেলে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন পিকুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন গুরুতর জখম হয়। জখমদের মধ্যে রাফি (২৪),রাসমোহন এবং মিরাজ (৩৫) সালাউদ্দিন পিকুর সমর্থক।
বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার সাহা জানান, গুরুতর জখম ৩ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে, অবস্থা আশঙ্কাজনক জনক হওয়ায় ৩ জনকেই বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকাল নয়টার দিকে ভোটকেন্দ্রের বাহিরে দুই পক্ষের মধ্যে সমর্থকদের সংঘর্ষে তিনজন আহত হওয়ার কথা তিনি শুনেছেন।