বগুড়া সদরের চারমাথা এলাকার একটি বাড়ীতে অভিযান চালিয়ে কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা বিপুল পরিমাণ নকল ব্যান্ডোরল সহ বিড়ি উদ্ধার করেছে।
বগুড়া কাষ্টমস অফিসের ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে প্রায় ১৯ হাজার প্যাকেট সরিফা বিড়িতে লাগানো নকল ব্যান্ডোরল উদ্ধার করা হয়। এ সময় অভিযানকারী দলের উপস্থিতে বাড়ীতে থাকা লোকজন পালিয়ে যায়।
অভিযান পরিচালনাকারি সহকারি রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান ৩৮ বস্তায় রক্ষিত এসব নকল ব্যান্ডোরল যুক্ত বিড়ি সরকারের চোখ ফাঁকি দিয়ে বিক্রি করার জন্য রাখা হয়েছিল। সরিফা নামের বিড়িতে নকল ব্যান্ডোরল লাগিয়ে বিক্রি করার অভিযোগ দীর্ঘদিনের বলে জানান এই কর্মকর্তা। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।
সরিফা বিড়ির মালিক আনোয়ার হোসেন রানা অন্য মামলায় জেল হাজতে থাকায় এ ব্যাপারে যোগাযোগ করা যায়নি।