নিজস্ব প্রতিবেদক ঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লাকসাম উপজেলার বাকই ইউনিয়নে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ই জানুয়ারি ২০২৫ শুক্রবার জুম্মার নামাজ শেষে এটি অনুষ্ঠিত হয়
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। তিনি লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
এসময় আবুল কালাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা যেন মাথা উচু করে দাঁড়াতে না পারে সে দেকে খেয়াল রাখতে হবে।
বিএনপি ক্ষমতায় আসলে সন্রাস ও চাঁদাবাজি বন্ধ হবে, এদেশের মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে।
তিনি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার এ দেশের জনগণের প্রত্যাশা পূরনে কাজ করবে।