বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

গোপালগঞ্জে ঘরে বসেই বিনামূল্যে অক্সিজেন পাবে দরিদ্ররা

  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৫৬ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি :করোনা মহামারির মধ্যে গোপালগঞ্জে অক্সিজেন সংকট দেখা দিলে ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে মাঠে নেমেছে একটি ফেসবুক ভিত্তিক সংগঠন। গোপালগঞ্জের অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়ার উদ্বোধন করা হয়েছে। ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘গোপালগঞ্জ বন্ধু মহল’ এ অক্সিজেন সেবার উদ্যোগ গ্রহণ করেছে।

আজ সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ উদীচী কার্যালয়ের সমানে এ অক্সিজেন সেবার উদ্বোধন অনুষ্ঠানে ‘গোপালগঞ্জ বন্ধু মহল’ এর সদস্য ও গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল, গাজী তুষার আহম্মেদ বাঘা, নার্গিস সুলতানা,শাহনাজ নাজনীন বাললী, মো. সাজেদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক পর্যায়ে ২২টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ কায্যক্রম শুর করা হয়েছে। এর মধ্যে জেলার চার উপজেলায় ২টি করে ৮টি অক্সিজেন সিলিন্ডার ও বাকী ১৪টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে গোপালগঞ্জ জেলা সদরসহ সদর উপজেলার সাধারন মানুষকে সেবা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com