শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইতালিতে ‘বাংলাদেশ হাউস’ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টাকে জড়িয়ে ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন, মন্ত্রণালয়ের বিবৃতি ফের ডিগবাজি, ৮ বারের মতো দল পাল্টালেন শাহ্ মো: আবু জাফর কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার সাংবাদিক ও গৃহপরিচারিকার বিরুদ্ধে এবার পরীমনির মামলা বাংলাদেশে বিনিয়োগের যাত্রা শুরু পাইওনিয়ার ফ্যাসিলিটির আওয়ামী লীগের কী হবে, সেটা সরকারকে ঠিক করতে হবে: রিজভী কে কে লুকিয়ে ছিলেন সংসদ ভবনে, চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড রাহুলের দখলে কাশ্মিরে হামলার পর সৌদি থেকে তড়িঘড়ি ভারতে ফিরলেন মোদি

উওরার প্রবীণ আওয়ামী লীগ নেতা আরশাদ আলী’র দাফন সম্পন্ন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বৃহওর উওরা থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও উত্তরখান থানা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মো, আরশাদ আলী বেপারী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আতিকুর রহমান মিলন আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি মারা যান।
আজ মঙ্গলবার বেলা ১১ টার উওরখানের কাঁচকুঁড়া হাইস্কুল মাঠে মরহুমের শেষ বিদায়ের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা – ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো, হাবিব হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মো, নাজিম উদ্দীন, মুক্তিযুদ্ব বিষয়ক সম্পাদক বীর-মুক্তিযোদ্ধা এস, এম তোফাজ্জল হোসেন, উওরখান থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো কামাল উদ্দিন, ঢাকা উওর সিটি করপোরেশন ( ডিএনসিসি) ৪৫ নম্বর ওয়াড’ কাউন্সিলর মো, জয়নাল আবেদিন, ৪৬ নম্বর ওয়াড’ কাউন্সিলর মো, জাইদুল ইসলাম মোল্লা সহ মরহুমের পরিবারের সদস্য, সহকর্মী এবং সব’স্তরের মানুষ জানাযা নামাজে শরীক হন।

আওয়ামী লীগ নেতা মো, আরশাদ আলীর ছোট ভাই মো, আব্দুর রহিম বেপারি জানান, আমার বড় ভাই দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার পিতার নাম মরহুম মো. আব্দুল মজিদ বেপারি । তিনি ৩ ছেলে ১ মেয়ে স্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৩ ভাই ৫ বোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের সবার বড়।

তিনি আরও জানান, আমার ভাই উওরখান ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ও পালন করেছেন।

এদিকে, উওরা সহ উওরখান থানা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দরা জানান, আজ আমরা একজন বর্ষীয়ান নেতাকে হারালাম। আমরা তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জানাযা নামাজ শেষে উওরখানের কাঁচকুঁড়া করিমের বাগ এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com