জ্যেষ্ঠ প্রতিবেদক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী (বুরহান সিদ্দিকী) মারা গেছেন।
শনিবার মধ্য রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এছাড়া, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বুরহান সিদ্দিকী।
আজ রোববার (১৮ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। আজ সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পুলিশ জানায়, তিনি ১৯৭০ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ থেকে ৭ জুন ২০০০ সাল পর্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি পানি সম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদে তার তৃতীয় চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০০৩ সালে শেষ হয়। ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন তিনি। এরপর আন্তর্জাতিক পানি গবেষণা, আইনশৃঙ্খলা ও উন্নয়ন প্রকল্পের এসএমই এবং পরামর্শক হিসাবে কাজ করেছেন। তিনি বিটিভির তালিকাভুক্ত সংগীতশিল্পী ছিলেন।
১৯৮৯-৯০ সালে নামিবিয়ায় যুদ্ধকালে বুরহান সিদ্দিকী ছিলেন দেশটিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার। আর হাইকমিশনার হিসেবে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে প্রধান লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বুরহান সিদ্দিকী ১৯৪৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি রেহানা সিদ্দিকীকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।