ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে একদিনে ১৬ জন মারা গেছেন। এরমধ্যে তিন জন করোনা পজিটিভ ও বাকি ১৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
করোনায় মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা ও শেরপুরের একজন করে রোগী আছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের আট জন, শেরপুর ও টাঙ্গাইলের দুই জন করে ও নেত্রকোনার একজন রোগী।
১৬ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৫০ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৬০টি নমুনা পরীক্ষায় ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১৪ হাজার ৮৫জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৭০৫ জন।