জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনামহামারি নিয়ন্ত্রণে পরিকল্পিত লকডাউন ও ব্যাপক হারে গণটিকা কর্মসূচি শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘করোনা মহামারি নিয়ন্ত্রণে প্রয়োজন পরিকল্পিত লকডাউন আর ব্যাপকহারে গণটিকা কর্মসূচি। লকডাউন বলুন আর টিকা কর্মসূচি বলুন সবখানে দেখা যাচ্ছে চরম সমন্বয়হীনতা, বিশৃঙ্খলা। সে কারণে কমছে না করোনার ভয়াবহ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।’
হঠাৎ করে শিল্পকারখানা খুলে দেওয়ার নামে শ্রমিকদের ভোগান্তিতে সরকারের কড়া সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘অপরিকল্পিত লকডাউনের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এক বছরের মাথায় আবারও শ্রমিকদের পায়ে হেঁটে, কয়েকগুণ বেশি টাকা খরচ করে রাজধানীতে ফিরতে হয়েছে। যে সব শ্রমিক দেশের সমৃদ্ধির জন্য অর্থনীতির চাকা সচল রাখে তাদের সঙ্গে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে। চাকরি বাঁচাতে শ্রমজীবী মানুষ গাদাগাদি করে আবার অনেকেই পায়ে হেঁটে চরম ভোগান্তিতে ঢাকায় ফিরেছেন। এসব কারণে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি।