আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্র ছিল ৭.১। এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরবর্তীতে সেটা তুলে নেওয়া হয়। খবর রয়টার্সের।
ফিলিপাইনের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টা ৪৬ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। যেটার উৎপত্তিস্থল ছিল ৪৫ মাইল পূর্বের শহর পন্দাগুইতানের ৬৫ কিলোমিটার নিচে। এর কয়েক মিনিট পর আরও একটি ভূমিকম্প হয়। যেটার মাত্রা ছিল ৫.৮। যে কারণে উৎপত্তিস্থলের ১৮৬ কিলোমিটার এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প বিদ্যা ইনস্টিটিউটের পক্ষ থেকে বেশ ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছিল। এমনকি তারা আফটার শকের শঙ্কাও করেছিল। অবশ্য ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থান করছে ফিলিপাইন। আর এই রিং অফ ফায়ারে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ হয় মাঝে মাঝে। সে কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিংবা সক্রিয়তা দেখা দেয়।