খুলনা প্রতিনিধি : খুলনার সরকারি-বেসরকারি পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে তিনটিতে আরও আট জন মারা গেছেন। বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় দুই জন করোনা পজিটিভ রোগী ভর্তি হয়েছেন। কেউ ছাড়পত্র নেননি। আর চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালটিতে ৩১ জন ভর্তি রয়েছেন।
গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুই জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছেন দুই জন। আর একজন রোগী মারা গেছেন। ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন।
খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছেন ২৬ জন। মারা গেছেন পাঁচ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ৯৯ জন।