অনলাইন ডেস্ক : বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধের বর্বরতার অন্যতম সাক্ষী, মার্কিন সাংবাদিক ও লেখক জোসেফ গ্যালোওয়ে আর নেই।
৭৯ বছর বয়সী জোসেফ গত ১৮ অগাস্ট নর্থ ক্যারোলিনার কনকর্ড সিটির একটি হাসপাতালে মারা যান। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেলেন তিনি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় দুইবার ঢাকায় আসেন এই সাংবাদিক। প্রথমবার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এবং পরবর্তীতে ডিসেম্বরে বিজয় অর্জন পর্যন্ত ঢাকায় ছিল তার অবস্থান।
পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল সেটিকে ‘গণহত্যা’ হিসেবে তার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়েও কাজ করেন গ্যালোওয়ে।
ভিয়েতনাম যুদ্ধের ওপর তার লেখা একটি বইয়ের গল্পে হলিউডে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। দীর্ঘ সময় তিনি ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের ব্যুরো চিফ হিসেবেও কাজ করেন। ১৯৯১ সালে পারস্য উপসাগরীয় যুদ্ধের সময়েও সংবাদ কাভার করেছিলেন গ্যালোওয়ে।