মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

টঙ্গীর এস.এস স্টিল কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২০৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর টংগীতে এস এস স্টিল মিল কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার ২৮আগস্ট ভোর সাড়ে ০৫ টায় কারখানায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ নূরুল ইসলাম (৪০)। সে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার লতিফসাই গ্রামের মৃত শামসুল ইসলাম ছেলে।

কারখানার শ্রমিকরা জানায়, ভোরে মিলগেট এলাকার এস.এস স্টিল কারখানার রডের গোডাউনে ডিউটি করা কালীন বিদ্যুৎ পৃষ্ঠ হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্র লাশ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ এবছরের ২৯ এপ্রিল এস এস স্টিল কারখানায় নির্মাণের কাজ করার সময় পানির মটরের সুইজ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠাকুরগাঁও জেলার বাড়িয়াডাংগি থানার ছোট পলাশবাড়ী গ্রামের আফজাল হোসেনের ছেলে বাদল আলী মারা জান৷

এর আগে ২০২০ সালের (১১ সেপ্টেম্বর) ভোরে ফার্নেস থেকে তরল লোহা ছিটকে পড়ে চার শ্রমিক অগ্নিদগ্ধ হন। পরে দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থা দুলাল ও মো. মোজোম্মেল নামে দুই শ্রমিকের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com