আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপ-নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগের রাতে আত্মহত্যা করেছেন এক বিজেপিকর্মী। এমনটিই জানিয়েছেন রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম।
তিনি বলেন, যিনি আত্মহত্যা করেছেন, তিনি আমার বন্ধু। নাম ইন্দ্রজিৎ সেন। গত বছর তাকে ভুল বুঝিয়ে বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছিল। পরে ভুল বুঝতে পারলেও লজ্জায় আর আমার সঙ্গে যোগাযোগ করেনি। এরপর ভোটের আগে সে আত্মহত্যা করে।
তবে মৃতের পরিবারের অভিযোগ, মমতার দল তৃণমূলের হুমকির ভয়ে আত্মহত্যা করেছেন ইন্দ্রজিৎ সেন।
এদিকে এ ঘটনায় পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে উত্তেজনা দেখা দিয়েছে। ওই বিজেপি কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকেই ভবানীপুরে ভোটগ্রহণ শুরু হয়। এখানে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী এবং বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্র: আনন্দবাজার