রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘ইঞ্জিনিয়ারিং ডে’ উদযাপন

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৪১ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে ‘ইঞ্জিনিয়ারিং ডে ২০২২’ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টায় অনুষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল-প্রজেক্ট শোকেসিং, সার্কিট সলভিং কম্পিটিশন, রিসার্চ এক্সপোজিশন, প্রোগ্রামিং কনটেস্ট ও আইডিয়া প্রেজেন্টেশন।

ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন।

উপ-উপাচার্য তার বক্তব্যে বলেন, বিজ্ঞানের অভাবনীয় সাফল্যে এবং প্রযুক্তির উৎকর্ষতায় বিজ্ঞানীদের নব নব আবিস্কারের মাধ্যমে বিশ্ব দ্রুত এগিয়ে চলেছে। বিজ্ঞান এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিশ্বের নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হলে প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই।

এ সময় উপ-উপাচার্য শিক্ষার্থীদেরকে জ্ঞান আহরণে ব্রতী হয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের নিবেদিত করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম, প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আলীম। বিকেল ৪টার দিকে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের ইঞ্জিনিয়ারিং ডে।

প্রসঙ্গত, ইঞ্জিনিয়ারিং ডে (প্রকৌশলী দিবস) বিশ্বের দেশ ভেদে ভিন্ন ভিন্ন দিনে পালিত হয়। ২০০৯ সালের ২৫ নভেম্বর ওয়ার্ল্ড ফেডারেশন অব ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনের (ডব্লিউএফইও) প্রস্তাবানুসারে ইউনেস্কো ৪ মার্চকে ‘টেকসই উন্নয়নের জন্য ইউনেস্কো বিশ্ব প্রকৌশলী দিবস’ হিসেবে ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com